ভারতীয় যুবকদের আইএসে নিয়োগকারী সেই নারী জঙ্গি গ্রেফতার
ভারতীয় যুবকদের জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)-এ নিয়োগ করার দায়িত্ব ছিল তার উপর। বেশির ভাগ ক্ষেত্রে ভারতীয় মুসলিম যুবকরা টার্গেট ছিল আইশা হামিদনের।
২০১৬ সাল থেকে এই কাজ দায়িত্ব পালন করে আসছিলেন তিনি। অবশেষে ফিলিপাইনে গ্রেফতার হলেন এই নারী আইএস জঙ্গি। এবার তদন্তের স্বার্থে আইশাকে ভারতে নিয়ে আসার চেষ্টা শুরু করেছে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)।
এনআইএ সূত্রে খবর, ফেসবুক, টুইটার, টেলিগ্রামের মাধ্যমে ভারতসহ বিভিন্ন দেশ থেকে আইএসের জন্য সদস্য সংগ্রহের কাজ করতেন। তদন্তকারীরা জানিয়েছেন, ভারত ছাড়া আরও ১২টি দেশের ‘ওয়ান্টেড’র তালিকায় ছিল আইশার নাম। ফিলিপাইনের জঙ্গি নেতা মহম্মদ জাফর মাকিদকে বিয়ে করেছিলেন আইশা। জাফরের মৃত্যুর পর থেকে সক্রিয় ভাবে আইএস-এর সদস্য পদ নেন তিনি।
সম্প্রতি আটক দুই ভারতীয় আইএস জঙ্গি ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশনের ম্যানেজার মহম্মদ সিরাজউদ্দিন এবং তামিলনাড়ুর কম্পিউটার ইঞ্জিনিয়র মহম্মদ নাসির গ্রেফতারির পরও আইশার কথা বলেছিলেন। তারা জানিয়েছিলেন, আইশার কথাতেই তারা আইএসে যোগ দিয়েছিলেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন