ভারতে অস্ট্রেলিয়ার টিম বাসে ঢিল
![](https://ournewsbd.net/wp-content/uploads/2017/10/australia_60295_1507767797.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
মাঠে ভারতের বিপক্ষে জয়টা ছিল অনায়াস। তবে অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা ভড়কে গেলেন হোটেলে ফেরার সময়। গৌহাটিতে মঙ্গলবার রাতে দ্বিতীয় টি ২০ শেষে মাঠ থেকে হোটেলে ফেরার সময় অস্ট্রেলিয়ার টিম বাসে ছোড়া হল ঢিল। বেশ বড়সড় ওই ঢিলে ভেঙে যায় বাসের জানালা।
মোটামুটি ক্রিকেট বলের সমান ওই ঢিলে বাসের জানালা ভেঙে ভেতরে পড়ে কাচ। জানালা ভেঙে ঢিলটিও বাসের ভেতরেই পড়ে। তবে সৌভাগ্যবশত ওই জানালার পাশের সিটে কেউ না বসায় আহত হননি দলের কেউ। আহত না হলেও খানিকটা সময় জুড়ে ভীতি ছড়িয়ে পড়ে অস্ট্রেলিয়া দলে। ঘটনার পর বাসের ভাঙা জানালার ছবিসহ টুইট করেন ওপেনার অ্যারন ফিঞ্চ। ‘বেশ ভীতিকর ব্যাপার, হোটেলে ফেরার সময় বাসের জানালায় পাথর ছোড়া হয়েছে,’ লিখেছেন তিনি।
গৌহাটির বারসাপারা ক্রিকেট স্টেডিয়ামের প্রথম আন্তর্জাতিক ম্যাচে ৩৮ হাজার দর্শকে ঠাসা স্টেডিয়ামে হেরে যায় ভারত।
দ্বিতীয় ম্যাচ খেলতে নামা জেসন বেহরেনডর্ফের চার উইকেটে ভারত গুটিয়ে যায় ১১৮ রানে। আট উইকেটে জিতে টি ২০ সিরিজে সমতা ফেরায় অস্ট্রেলিয়া। ওয়েবসাইট।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন