ভারতে নিষিদ্ধ হতে পারে আইফোন
স্পাম কল ও মেসেজ নিয়ে আইফোন নির্মাতা অ্যাপল ও ভারতের টেলিকম নেটওয়ার্ক নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান টেলিকম রেগুলেটরি অথরিটি তিক্ত যুদ্ধে নেমেছে। টেলিকম রেগুলেটরি অথরিটি জানিয়ে দিয়েছে, এ বিষয় থেকে পিছু না হটলে এবং তাদের নিজস্ব অ্যাপ আইফোনে চালানোর অনুমতি না দিলে ভারতে আইফোন নিষিদ্ধ হয়ে যাবে। তারা এয়ারটেল, ভোডাফোন জিওকে নিজ নিজ নেটওয়ার্ক থেকে আইফোনকে বাদ দেয়ার আহ্বান জানাবে।
টেলিকম রেগুলেটরি অথরিটি ডিএনডি (সর্বশেষ সংস্করণ ‘ডিএনডি ২.০’) নামে একটি অ্যাপ তৈরি করেছে। কিন্তু অ্যাপল জানিয়েছে, আইওএস অ্যাপ স্টোরে তারা এ অ্যাপটি চালানোর অনুমতি দেবে না। কারণ এ অ্যাপ এটি ব্যবহারকারীর কল ও মেসেজ রেকর্ড সংরক্ষণ করতে চায় যা রীতিমতো গোপনীয়তাকে ঝুঁকির মধ্যে ফেলবে। সূত্র: ইন্ডিয়া টুডে
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন