ভারতে স্কুল খুলতেই ১৭৪ জন পড়ুয়া এবং ১০৭ জন শিক্ষক করোনা আক্রান্ত, বন্ধ হয়ে গেল সমস্ত স্কুল
ভারতে কিছু রাজ্যে আবার করোনার বাড়বাড়ন্ত। ফলে সংক্রমণে লাগাম টানতে ফের কঠোর পদক্ষেপ নিচ্ছে রাজ্যগুলো। গতকাল থেকে রাজ্যের প্রতিটি জেলায় ১৪৪ ধারা জারি করছে রাজস্থান সরকার। গুজরাট ও মধ্যপ্রদেশের বেশ কিছু শহরে নাইট কার্ফু চালু হয়েছে। রাজধানী দিল্লিতেও সংক্রমণ প্রতিদিনই বাড়ছে। দিল্লি-মুম্বই বিমান ও ট্রেন চলাচল বন্ধ করার সিদ্ধান্ত নিতে চলেছে মহারাষ্ট্র সরকার। দিল্লিতে মাস্ক না পড়লে ফাইন কাটার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
এদিকে দিল্লির প্রতিবেশী রাজ্য হরিয়ানাতে আবার স্কুল বন্ধ হয়ে গেল। সমস্ত স্কুল বন্ধের কথা ঘোষণা করল হরিয়ানা সরকার। দীর্ঘদিন বন্ধ থাকার পর গত ২ নভেম্বর স্কুল খুলেছিল হরিয়ানাতে। কেবল নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ক্লাস হচ্ছিল। কিন্তু সম্প্রতি ১৭৪ জন ছাত্র এবং ১০৭ জন শিক্ষকের করোনা ধরা পড়ে। ফলে সন্তানদের স্কুলের পাঠাতে রাজি হচ্ছেন না অভিভাবকরা। এই পরিস্থিতিতে সমস্ত স্কুল বন্ধের কথা ঘোষণা করল হরিয়ানা সরকার। এর আগে মুম্বইয়ের সমস্ত স্কুল ৩১ ডিসেম্বর পর্যন্ত বন্ধের নির্দেশ দেয় মুম্বই প্রশাসন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন