ভারতের পশ্চিমবঙ্গে বাজি কারখানায় বিস্ফোরণ, নিহত ১০
![](https://ournewsbd.net/wp-content/uploads/2023/08/11-3.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলায় একটি অবৈধ বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
এ ঘটনায় এখন পর্যন্ত ১০ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অনেকেই।
রোববার সকাল ১০টার দিকে উত্তর ২৪ পরগনা জেলার নীলগঞ্জ জগন্নাথপুর এলাকায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
বিস্ফোরণের তীব্রতায় বেশ কয়েকটি ঘরের ছাদ ও দেয়াল উড়ে গেছে।
এ ঘটনায় আহতের সংখ্যা একাধিক। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর। আহতদের বারাসাত জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এতে একাধিক বাড়িতে ফাটল দেখা দিয়েছে। এ ঘটনায় যথেষ্ট উত্তেজনা ছড়ায় জগন্নাথপুর এলাকায়। যদিও স্থানীয়দের দাবি— অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে।
পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে স্থানীয় বাসিন্দারা জানান, গত দুই-তিন বছর ধরে অবৈধভাবে ওই বাজি কারখানা চলছিল।
স্থানীয় এক বাসিন্দা জানান, অন্তত ১২ জনের মতো মারা গেছে। সাতজনের লাশ পাওয়া গেছে।
স্থানীয় আরেক বাসিন্দা জানান, এখানে বোমা বাধা হচ্ছিল। সেই সময় আচমকা বিস্ফোরণ ঘটে। খুব জোরে শব্দ হয়। আমরা রাস্তার পাশে দোকানে বসেছিলাম। হঠাৎ করে বিস্ফোরণ হয়ে জিনিসপত্র অনেক উঁচুতে উঠে যায়। পরে রাস্তার পাশে দোকান ভেঙে যায়, চারদিকে অন্ধকার হয়ে যায়।
এর আগে গত ১৬ মে পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার খাদিকুল গ্রামে বাজি বেআইনি কারখানায় বিস্ফোরণে মৃত্যু হয়েছিল অন্তত ৯ জনের। সেই ঘটনার মাত্র পাঁচ দিনের মধ্যেই, ২১ মে রোববার কলকাতার অদূরে বজবজের একটি বাড়িতে বাজি বিস্ফোরণ কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়েছিল। সেই রেশ কাটতে না কাটতেই এবার নীলগঞ্জের বাজি কারখানায় ভয়াবহ এমন বিস্ফোরণের ঘটনা সামনে এলো।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন