ভারী বৃষ্টির পূর্বাভাস, সাগরে ৩ নম্বর সংকেত
আজকের দিনটা শুরুই হয়েছে বৃষ্টি দিয়ে। গত কয়েকদিনের তুলনায় গরমও বেশ কম। রোববার সকালে রাজধানীর তাপমাত্রা ছিল ৩১ ডিগ্রি সেলসিয়াস। দিনে অন্য সময় কিছুটা বেড়ে সর্বোচ্চ তাপমাত্রা হবে ৩২ ডিগ্রি। বৃষ্টি আর মেঘের আনাগোনা থাকলেও গরম থাকবে।
ওদিকে সাগরে কিন্তু এখনও তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রয়েছে। সেইসঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করা মাছ ধরার নৌকা আর ট্রলারগুলোকে উপকূলের কাছে থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
আবহাওয়া অফিস বলছে, উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের আধিক্য রয়েছে। ফলে সমুদ্র বন্দরগুলোর ওপর দিয়ে বয়ে যেতে পারে ঝড়ো হাওয়া। সাগরও রয়েছে বেশ উত্তাল। বাংলাদেশের ওপর মৌসুমী বায়ুও সক্রিয় রয়েছে।
এসবের প্রভাবে দেশের রংপুর, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বেশিরভাগ স্থানে আজ বৃষ্টির আশঙ্কা রয়েছে। তাছাড়াও কোথাও কোথাও ভারী বৃষ্টিও হতে পারে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন