ভালো আমেরিকান হলে ট্রাম্পকে নিয়ে সমালোচনা বন্ধ করুন : পুতিন
আপনি যদি একজন ভালো আমেরিকান হতে চান, তাহলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে সমালোচনা বন্ধ করুন। বৃহস্পতিবার এক কনফারেন্সে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একথা বলেন।
রাশিয়ান বার্তা সংস্থা তাস-এর বরাত দিয়ে এ খবর জানিয়েছে হ্যাফিংটন পোস্ট অনলাইন।
২০১৬ সালের নির্বাচনে নিরঙ্কুশ জয়ের মধ্য দিয়ে ক্ষমতায় আসেন ট্রাম্প। যদিও তার জয়লাভের পেছনে রাশিয়ার হাত রয়েছে বলে অভিযোগ রয়েছে।
রুশ প্রেসিডেন্ট পুতিন বলেন, ‘আমেরিকার জনগণই তাকে নির্বাচিত করেছেন। অন্তত এ কারণেই তাকে সম্মান দেখানো উচিত, এমনকি আপনি যদি তার কোনো বিষয়ে একমত না হন’।
ট্রাম্পের প্রতি অসম্মান প্রদর্শনকে ‘অমার্জনীয়’ আখ্যা দিয়ে পুতিন বলেন, আপনি তার সিদ্ধান্ত নিয়ে ‘তর্ক-বিতর্ক’ করতে পারেন, কিন্তু অসম্মান জানাতে পারেন না।
এর আগে ট্রাম্পের নেতৃত্বে যুক্তরাষ্ট্রের বর্তমান রাজনৈতিক পরিবেশ নিয়ে উদ্বেগ জানিয়েছেন সাবেক দুই প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ও বারাক ওবামা। তাদের কণ্ঠে ঝরেছে তীব্র তিরস্কারও। এছাড়া ট্রাম্পের বিভিন্ন ইস্যু নিয়ে বিভিন্ন সময় সমালোচনা হয়েছে এবং হচ্ছে।
এজন্য ‘বন্ধু’কে বাঁচাতে এবার তার পাশে দাঁড়ালেন পুতিন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন