ভাষা শহিদদের প্রতি নোবিপ্রবি সাংবাদিক সমিতির শ্রদ্ধা

জাতীয় শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৫ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (নোবিপ্রবিসাস)।

১৯৫২ সালের আজকের এই দিনে বাংলার দামাল ছেলেদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি প্রাণপ্রিয় মাতৃভাষা বাংলা। ভাষার জন্য বাঙ্গালির আত্মত্যাগকে শ্রদ্ধা জানাতে বিশ্বব্যাপী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ২১ শে ফেব্রুয়ারি পালিত হচ্ছে।

শুক্রবার (২১শে ফেব্রুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন নোবিপ্রবিসাসের উপদেষ্টা ও প্রক্টর জনাব এ.এফ.এম আরিফুর রহমান, নোবিপ্রবিসাসের সহ সভাপতি মো:ফাহাদ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মো:রিয়াদুল ইসলাম, কোষাধ্যক্ষ মুদ্দাছির নাসিফ, প্রচার ও প্রকাশনা সম্পাদক তৌহিদ আহমেদ, কার্যকরী সদস্য মো:নিয়াজ উদ্দিন।

এছাড়া নোবিপ্রবিসাসের সদস্য আতিকুর রহমান, জেরিন ফেরদৌস, ইজহারুল ইসলাম, মুস্তাকিম সাদিক, আফনান সুলতানা জয়া, শফিউল্লাহ, মিরাজ মাহমুদ উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিক সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে সাংবাদিক নেতৃবৃন্দরা মত বিনিময় করেন।

এছাড়াও দিবসটি উপলক্ষে দিনব্যাপী আয়োজন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।এর মধ্যে ছিলো শোকর‍্যালি, শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদন এবং দোয়া ও মিলাদ মাহফিল।