ভুলে বিজেপিকে ভোট, নিজের আঙ্গুল কেটে ফেললেন যুবক
অন্য রাজনৈতিক দলকে ভুল করে ভোট দেয়ায় নিজেই নিজের আঙ্গুল কেটে ফেলেছেন এক ভোটার। এমন ঘটনা ঘটেছে ভারতে। খবর বিবিসির
প্রতিবেদনে বলা হয়েছে, পবন কুমার নামে ওই ব্যক্তি ভুলে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-কে ভোট দেয়। পরে সেটা বুঝতে পেরে তিনি তার তর্জনী আঙ্গুল কেটে ফেলেন। এমন ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে ভারতের সামাজিক যোগাযোগ মাধ্যমে।
ভারতে গতকাল লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। পবন কুমার উত্তর প্রদেশের বুলন্দশহরের ভোটার ছিলেন।
পবন কুমার জানান, অনেক প্রতীক থাকায় তিনি বিভ্রান্ত হয়ে পড়েন।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় সেখানে পবন বলেন, আমি হাতি প্রতীকে ভোট দিতে চেয়েছিলাম, কিন্তু আমি ভুলক্রমে ফুল প্রতীকে ভোট দেই।
বিজেপির প্রতীক ছিল পদ্ম ফুল, এবং হাতি প্রতীক ছিল বহুজন সমাজ পার্টির (বিএসপি)।
ভারতে লোকসভা নির্বাচনে আরো পাঁচ দফায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম দফার ভোট রয়েছে যথাক্রমে ২৩ এপ্রিল, ২৯ এপ্রিল, ৬ মে, ১২ মে ও ১৯ মে। এরপর ২৩ মে ফলাফল ঘোষণা করা হবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন