ভূমিকম্প-সুনামির পর ইন্দোনেশিয়ায় অগ্ন্যুৎপাত
ভয়াবহ ভূমিকম্প ও সুনামির পর ইন্দোনেশিয়ার সুলাওয়েশি দ্বীপের সোপুতার আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাত শুরু হয়েছে। স্থানীয় সময় বুধবার সকালে অগ্ন্যুৎপাতে ধোঁয়া ও ছাই চারদিকে ছড়িয়ে পড়ছে।
পিভিএমবিজি প্রোগ্রামের অংশ দ্য মাল্টিপ্লাটফর্ম অ্যাপ্লিকেশন ফর জিওহ্যাজার্ড মিটিগেশন অ্যান্ড অ্যাসেসমেন্ট (এমএজিএমএ) এক টুইট বার্তায় জানিয়েছে, অগ্ন্যুৎপাত শুরু হওয়ার পর প্রায় চার হাজার মিটার উঁচু পর্যন্ত ধোঁয়া উড়তে শুরু করে। এর পরেই তা কমপক্ষে ৬ হাজার মিটার উচ্চতায় পৌঁছায়।
এই অগ্ন্যুৎপাত শুরু হওয়ার কয়েক ঘণ্টা আগেই সতর্কতা জারি করেছিলেন ইন্দোনেশিয়ার অগ্ন্যুৎপাত বিশেষজ্ঞরা। ভূমিকম্প ও সুনামির পর আগ্নেয়গিরি অস্থির হয়ে উঠেছে এবং যে কোন সময় অগ্ন্যুৎপাত শুরু হতে পারে বলে সতর্ক করা হয়েছিল।
শুক্রবার দেশটিতে ৭ দশমিক ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর ভয়াবহ সুনামি আঘাত হানে। দুর্যোগ ব্যবস্থাপনা দফতর জানিয়েছে, এখন পর্যন্ত ১ হাজার ৩শ ৪৭ জনের প্রাণহানির বিষয়ে নিশ্চিত হওয়া গেছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন