ভূরুঙ্গামারীতে ঈদের দিনে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ঈদুল আযহার দিনে পানিতে ডুবে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৯ জুন) দুপুরে দক্ষিণ ধলডাঙ্গার চারমাথা এলাকায় এই ঘটনা ঘটে। মৃত ওই শিশুর নাম আবীর হোসেন (৫)। উপজেলার শিলখুড়ি ইউনিয়নের দক্ষিণ ধলডাঙ্গার চারমাথা এলাকার আলাল উদ্দিন ছেলে।

ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। মৃত ওই শিশুর পরিবারের বরাত দিয়ে ইউপি চেয়ারম্যান বলেন, বৃহস্পতিবার ঈদুল আজহার দিন দুপুরের আলাল উদ্দিন ও তার পরিবারের সদস্যরা কোরবানি নিয়ে ব্যস্ত ছিল। তখন আলাল উদ্দিন ছেলে আবীর সবার অজান্তে বাড়ি-সংলগ্ন পুকুরের পানিতে তলিয়ে যায়। পরে পানিতে আবীরের লাশ ভেসে থাকতে দেখে পরিবারের সদস্যরা দ্রুত উদ্ধার করে ভূরুঙ্গামারী স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে এলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

কর্তব্যরত চিকিৎসকের বরাত দিয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম জানান, শিশুটি পানিতে পড়ে ঘটনাস্থলেই মারা যায়।

ভূরুঙ্গামারী থানার ওসি (তদন্ত) আজাহার আলী পানিতে ডুবে শিশুর মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারকে দাফনের অনুমতি দেওয়া হয়েছে।