ভূরুঙ্গামারীতে পানিতে ডুবে পঞ্চম শ্রেনির ছাত্রীর মৃত্যু
![](https://ournewsbd.net/wp-content/uploads/2020/09/পানিতে-ডুবে-মৃত্যু.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পুকুরের পানিতে ডুবে মুসফিকা তিথী (১১) নামের পঞ্চম শ্রেনির এক ছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
উপজেলার সদর ইউনিয়নের বাগভান্ডার গ্রামের সোলাতলী এলাকায় ঘটনাটি ঘটে। মৃত তিথী ওই গ্রামের
মিজানুর রহমান এর মেয়ে। সে সোনাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেনির ছাত্রী বলে জানাগেছে।
পরিবার ও এলাকাবাসী সূত্রে জানাগেছে, মুসফিকা তিথী পাশের বাড়ির আরো দুইজন শিশুসহ তাদের বাড়ির পাশে পুকুরে গোসল করতে গেলে সেখানে তিথী পানিতে ডুবে যায়। পরে সাথে থাকা শিশুরা বাড়িতে খবর দিলে পরিবারের লোকজন এসে তিথীকে উদ্ধার করে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম বলেন, মেয়েটিকে পরীক্ষা করে দেখেছি। পুকুরের পানিতে ডুবে সেখানেই তার মৃত্যু হয়। মেয়েটিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল।
ভূরুঙ্গামারী থানার ওসি নজরুল ইসলাম পানিতে ডুবে শিশুর মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারকে দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন