ভূরুঙ্গামারীতে মটরসাইকেল কিনে না দেয়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মটর সাইকেল কিনে না দেয়ায় পিতা মাতার উপর অভিমান করে এক যুবকের আত্মহত্যা করেছে।ঘটনাটি ঘটেছে উপজেলার বলদিয়া ইউনিয়নের পুর্বকেদার জামাত পাড়া গ্রামে।

পারিবারিক ও স্থানীয় সুত্রে জানাগেছে, ঐ গ্রামের গোলজার হোসেনের পুত্র মেহেদী হাসান ফারুক (২৪) কোম্পানিতে চাকুরী নিবে বলে কয়েকদিন আগে তার পিতা মাতাকে একটি মটর সাইকেল কিনে দেয়ার কথা বলে। তার পিতামাতা মটরসাইকেল কিনে দিতে বাগানের সুপারী বিক্রি করে কিছু টাকা জোগাড় করলেও পুরৌ টাকা জোগাড় করতে ব্যর্থ হয়। এদিকে মেহেদী একটি ব্যবহৃত মটর সাইকেলের দরদাম চুক্তি করে ৭ আগষ্ট সোমবার দুপুর দেড় ঘটিকায় মটর সাইকেলের জন্য তার পিতার কাছে টাকা চায়। অবশিষ্ট টাকা জোগাড় হয়নি শোনার পর পিতা পুত্রের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে মেহেদী হাসান ফারুক বাড়ীর সকলের অজান্তে গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করে।

বলদিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোজাম্মেল হক আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন। কচাকাটা থানার ওসি(তদন্ত) আব্দুল্লাহ আল মামুন জানান আত্মহত্যার খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশের প্রাথমিক সুরত হাল শেষে পরিরারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের জন্য পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। থানায় একটি ইউডি মামলা করা হয়েছে।