ভৈরবে ‘শহীদ জিয়া তোরণ’ ভেঙে ড্রেন নির্মাণ!
![](https://ournewsbd.net/wp-content/uploads/2018/05/image-49410-1526466536.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
কিশোরগঞ্জ ভৈরবের ‘শহীদ জিয়া তোরণ’ ভেঙে ফেলা হয়েছে। বুধবার সকাল ১০ টায় পৌর মেয়র ফখরুল আলম আক্কাছের নির্দেশে তোরণটি ভেঙে ফেলেন শ্রমিকরা।
এসময় পৌরসভার প্রকৌশলী, কর্মকর্তা, কর্মচারী, ঠিকাদারের লোকজন, স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।
জানা গেছে, ভৈরব শহরের চন্ডিবের ফেরিঘাট এলাকায় রাস্তার উত্তর পাশে ড্রেন নির্মাণের জন্য তোরণটি উচ্ছেদ করা হয়েছে।
এর আগে মঙ্গলবার সকালে পৌর কর্তৃপক্ষ জিয়া তোরণটি ভাঙতে গেলে স্থানীয় বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক পৌর প্যানেল চেয়ারম্যান আরিফুল ইসলাম তার দলের নেতাকর্মীদের নিয়ে নির্মাণ শ্রমিকদের বাধা দেন।
বিএনপি ক্ষমতায় থাকতে ওই এলাকায় ২০০৬ সালে কিশোরগঞ্জ জেলা পরিষদের অর্থায়নে এই তোরণটি নির্মাণ করা হয়েছিল।
বিএনপি নেতাদের দাবি, জিয়ার নাম মুছে ফেলতেই তোরণটি উচ্ছেদ করেছেন মেয়র।
ভৈরব পৌরসভার মেয়র ফখরুল আলম আক্কাছ বলেন, ইতিপূর্বে ভৈরব শহরের উন্নয়ন, সৌন্দর্য্য বৃদ্ধি, যানজট কমানো ও রাস্তা প্রশস্ত করতে শহরে বঙ্গবন্ধু তোরণ ও সোহরাওয়ার্দী তোরণও ভেঙে দিয়েছি। হিংসার বশবর্তী হয়ে তোরণটি উচ্ছেদ করিনি।
তিনি বলেন, তোরণটি ভেঙে সেখানে প্রায় ছয় কোটি টাকা ব্যয়ে রাস্তা ও ড্রেন নির্মাণ করা হবে।
এতে এলাকাবাসী জলাবদ্ধতা ও যানজট থেকে মুক্তি পাবে বলে জানান পৌর মেয়র।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন