ভোটের ব্যবধানেও বেশ পিছিয়ে ছিলেন মেসি!
ক্রিস্টিয়ানো রোনালদো এবারও ফিফার বর্ষসেরা ফুটবলার হতে পারেন, সেটা আগেই অনুমেয় ছিল। জাতীয় দল এবং ক্লাব ফুটবলে গত একটি বছর অসাধারণ সাফল্য ছিল তাঁর। জিতেছেনও, টানা দ্বিতীয়বার ফিফার ‘দ্য বেস্ট’ পুরস্কার পান। কিন্তু অবাক করার বিষয় হচ্ছে, তাঁর মূল প্রতিদ্বন্দ্বী বার্সেলোনার আর্জেন্টাইন তারকা লিওনেল মেসিকে বিশাল ভোটের ব্যবধানে হারিয়েছেন এই পর্তুগিজ উইঙ্গার।
ফিফার সদস্যভুক্ত দেশগুলোর কোচ, অধিনায়ক ও সাংবাদিকরা মিলে এবার ৪৫৯ ভোট দিয়েছেন। সেখানে রোনালদো পেয়েছেন ৩৪০ ভোট আর মেসি পেয়েছেন মাত্র ৫৫ ভোট। মেসির এত বিশাল ব্যবধানে পরাজয় সত্যিই অবাক করার মতো।
ভোটের হিসাবে নির্ধারণ হয় পয়েন্ট। সেখানে রোনালদো ১৮৮৮ ও মেসি পান ৮২৩ পয়েন্ট।
বার্সা ছেড়ে পিএসজিতে যাওয়া নেইমারও খুব বেশি ভোট পাননি। তিনি পেয়েছেন মাত্র ১৫ ভোট। সে হিসেবে তিনি পয়েন্ট পেয়েছেন ২৯৮টি।
এ ছাড়া চতুর্থ স্থানে থাকা জুভেন্টাসের বুফন পেয়েছেন ৮ ভোট এবং বার্সাতে মেসির সতীর্থ লুইস সুয়ারেজ পান ৪ ভোট। উরুগুয়ের স্ট্রাইকার হয়েছেন নবম।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন