ভোলা প্রেসক্লাবের কার্যকরী কমিটি গঠন সভাপতি অনু, সম্পাদক আফজাল

ভোলা প্রেসক্লাবের কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। শনিবার রাতে ভোলা প্রেসক্লাবের এক জরুরী সভায় এ কমিটি গঠিত হয়। ভোলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোবাশ্বির উল্যাহ চৌধুরী এ কমিটি ঘোষণা করে।
এ সময় ভোলা প্রেসক্লাবের সিনিয়র, জুনিয়র সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। কমিটিতে ১১ সদস্য বিশিষ্ট একটি কার্যকরী কমিটি গঠন করা হয়।
কমিটিতে যারা রয়েছেন তারা হলেন। ইন্ডিপেনডেন্ট টিভি প্রতিনিধি এডভোকেট নজরুল হক অনু সভাপতি, এনটিভি প্রতিনিধি আফজাল হোসেন সম্পাদক, বাসস প্রতিনিধি আল-আমিন শাহরিয়ার সহ-সভাপতি, মোঃ হারুন অর রশীদ সহ-সাধারণ সম্পাদক, এইচ এম জাকির কোষাধ্যক্ষ, নিউ ন্যাশন প্রতিনিধি আব্দুস সহিদ তালুকদার দপ্তর সম্পাদক।
সাংবাদিক মোঃ সুলাইমান সাংস্কৃতিক সম্পাদক, স্বদেশ প্রতিদিন প্রতিনিধি এইচ আর সুমন ক্রীড়া সম্পাদক, দৈনিক ভোলা টাইমস পত্রিকার সম্পাদক মোহাম্মদ আলী জিন্নাহ রাজীব পাঠাগার সম্পাদক। নির্বাহী সদস্যরা হলেন সময় টিভি প্রতিনিধি নাছির উদ্দিন লিটন, ভোলার বাণীর সম্পাদক মুহাম্মদ মাকসুদুর রহমান প্রমূখ। কমিটি ঘোষণা শেষে সকলকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন