ভোলার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান শেলিনা চৌধুরী
![](https://ournewsbd.net/wp-content/uploads/2023/09/FB_IMG_1695271337733-1.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৩ এ ভোলা জেলার শ্রেষ্ঠ উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মনপুরা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি শেলিনা আকতার চৌধুরী। শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় তিনি এ পদক অর্জন করেছেন।
ভোলা জেলা প্রশাসক আরিফুজ্জামান’র সভাপতিত্বে বুধবার ভোলা জেলা পরিষদ সম্মেলন কক্ষে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৩ অনুষ্ঠানে তাকে এ পদক দেয়া হয়।অনুষ্ঠানে সদস্য সচিব ভোলা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আমিনুল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি আব্দুল মমিন টুলুসহ জেলা প্রশাসনের কর্মকর্তা বৃন্দ, গন্যমান্য ব্যাক্তিবর্গ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
জেলার শ্রেষ্ঠ উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় সেলিনা চৌধুরীকে অভিনন্দন জানিয়েছেন উপজেলা প্রশাসনের কর্মকর্তা বৃন্দ, রাজনৈতিক দলের নের্তৃবৃন্দ,শিক্ষক নের্তৃবৃন্দ,স্থানীয় জনপ্রতিনিধিগন, সাংবাদিক ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন