ভোলায় অজ্ঞাত রোগে ৪o মহিষের মৃত্যু, আক্রান্ত অর্ধশতাধিক
![](https://ournewsbd.net/wp-content/uploads/2021/04/IMG_20210420_170546_792.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচায় অজ্ঞাত রোগে ৪oটি মহিষের মৃত্যু ও আক্রান্ত আছে প্রায় অর্ধশতাধিক। উপজেলার চরমানিকা ইউনিয়নের চর ইসলাম, চর ফারুকীসহ কয়েকটি চরে এসব মহিষের মৃত্যু হয়।
স্থানীয় মহিষ পালনকারী মিনাল রায় জানান, এ চরে প্রায় ১ থেকে দেড় হাজার গবাদী পশু রয়েছে। গত ২০ দিন ধরে অজ্ঞাত রোগে ৪০টি মহিষ মারা গেছে।
তথ্য সূত্রে জানা গেছে, চরমানিকা ইউনিয়নের দক্ষিণ আইচা ৫নং ওয়ার্ডের বারেক হাওলাদারে ১টি, চরমানিকা ৩নং ওয়ার্ডের বাবুল হাওলাদারের ৬টি, মিনাল রায় ৮টি, রবি হাজারীর ৩টি, তপন বিশ্বাস ৪টি, আলম ৪টি, কাঞ্চন মাতাব্বর ৪টি, মুনসুর মুন্সি লঞ্চঘাট ৮টি, দক্ষিণ চর আইচা ৬নং ওয়ার্ডের বাশু সদার ৩টি, মোট ৪০টি মহিষ অজ্ঞাত রোগে মৃত্যুবরণ করেন।
পশু চিকিৎসক সাঈদ সিকদার জানান, যেসব মহিষ মারা গেছে তাদের মধ্যে অধিকাংশ সর্দি, পেট ফুলা, মুখ দিয়ে লালা পড়া ও খাবারে অনিহা দেখা দেওয়ায় মারা যাচ্ছে।
এ ব্যাপারে চরফ্যাশন উপজেলার প্রাণি সম্পদ কর্মকর্তা ডাক্তার আতিকুর রহমান বলেন, মহিষ মারা যাওয়ার কারণ এখনও আমরা সনাক্ত করতে পারেনি, তবে আমাদের পরীক্ষা-নিরীক্ষার কাজ চলছে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন