ভোলায় বাস চাপায় বৃদ্ধ নিহত
ভোলার বোরহানউদ্দিনে যাত্রীবাহী একটি বাসের চাপায় মো. খোরশেদ (৭০) নামের এক পথচারী নিহত হয়েছেন।
বুধবার (৩০ মার্চ) সকাল ১০টার দিকে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক সড়কের আবুল বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন ফকির জানান, সকালে বাস মালিক সমিতির একটি বাস ভোলা থেকে চরফ্যাশনের উদ্দেশে ছেড়ে আসে। পথে উপজেলার আবুল বাজার সংলগ্ন নির্মাণাধীন কালভার্টের বিকল্প সড়কে বাসটি পথচারী খোরশেদকে চাপা দেয়। এ সময় স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে বোরহানউদ্দিন স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি আরও জানান, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে নাকি চালকের ভুলে পথচারীকে চাপা দিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত করে এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন