ভোলায় লঞ্চ শ্রমিকদের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

‘গরিব মারার লগডাউন মানি না মানবো না, অবিলম্বে লঞ্চ চালু করতে হবে করে দিন’ স্লোগানে ভোলায় লঞ্চ শ্রমিকদের বিক্ষোভ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পরে দাবি বাস্তবায়নের জন্য নেতৃবৃন্দ জেলা প্রশাসক এর হাতে স্মারকলিপি প্রদান করেন।

মঙ্গলবার সকাল ১১টার দিকে বাংলাদেশ নৌ-যান শ্রমিক ফেডারেশনের আয়োজনে ভোলা খেয়াঘাট লঞ্চ টার্মিনাল থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে ভোলার শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষন করে জেলা প্রশাসক কার্যলয়ের সামনে গিয়ে শেষ হয়।

সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ শেষে জেলা প্রশাসক মো. তৌফিক ই-লাহী চৌধুরীর মাধ্যমে প্রধানমন্ত্রী ও নৌ-পরিবহন মন্ত্রণালয় বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন লঞ্চ শ্রমিকরা।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ নৌ-যান শ্রমিক ফেডারেশন অর্ন্তভুক্ত কর্মচারী মাস্টার মো. শহিদুল শেখ, মাস্টার আবুল কালাম, দ্বীন ইসলাম প্রমুখ।