ভ্রমন পিপাসুদের ভ্রমন বিলাসের এক অভিন্ন গল্প
একজন ভ্রমণকারী মনের স্বাদ, নতুনত্ব দেখার ইচ্ছা কিংবা নতুন কিছু জানতে বা শিখতেই ভ্রমণ করে থাকেন।সাধারণত মানুষজন পায়ে হেঁটে, সাইকেলে, বাসে, ট্রেনে, নৌকায় কিংবা প্লেনে ভ্রমণে যায়। ভ্রমণ একমুখী কিংবা রাউন্ড ট্রিপও হতে পারে। ধারাবাহিক চলাফেরার মাঝে একটুখানি অবকাশ যাপনও ভ্রমণের অংশ। ভ্রমণ ভৌগোলিক, ঐতিহাসিক, ধর্মীয় ইত্যাদি স্থানগুলোতে করা হয় । মনের শান্তি, শুদ্ধতা, প্রেরণার জন্য ধর্মীয় স্থান এবং জ্ঞানের পিপাসা মেটাতে রয়েছে ঐতিহাসিক স্থান। এছাড়াও প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের জন্য রয়েছে বন, পাহাড় কিংবা সমুদ্র।
এদিকে ভ্রমণের নেশায় প্রকৃতির টানে প্রাকৃতিক সৌন্দর্য, জাতীয় উদ্যান, চিরসবুজ মাঠ-ঘাট, আম বাগান কিংবা আঁকাবাঁকা মেঠো পথ ধরে আবার কখনো পিচঢালা রাস্তায় নিয়মিত ভ্রমণ করেন শিক্ষা ক্যাডারে নিয়োজিত তিন শিক্ষক।
নওগাঁর পত্নীতলা উপজেলার নজিপুর সরকারি কলেজের রাষ্টবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আলমগীর কবীরের (২৬তম বিসিএস) নেতৃত্বে অর্থনীতি বিভাগের প্রভাষক মো. মনোয়ার হোসেন (৩৬তম বিসিএস) এবং দর্শন বিভাগের প্রভাষক মো. এমদাদুল হক (৪০তম বিসিএস) নিয়মিত সাইকেল ভ্রমণ করে যাচ্ছেন।
যান্ত্রিক যুগে এসে ভ্রমণকারীরা সাধারাণত যান্ত্রিক যানবাহনে ভ্রমণ করেন যা অনেক ব্যায়বহুল। এরই ধারাবাহিকতায় যান্ত্রিক যানবাহনে ভ্রমণের ভ্রান্ত ধারণা বদলানোর অভিনব উদ্যোগ হিসেবে শিক্ষকত্রয় বেছে নিয়েছেন দুই চাকার সাইকেল। গত কয়েক মাসে তারা নওগাঁ জেলার ধামইরহাট, পত্নীতলা, বদলগাছী, মহাদেবপুর, সাপাহার, পোরশা, মান্দাসহ আশপাশের বেশ কিছু উপজেলার দর্শনীয় স্থান, ইতিহাস-ঐতিহ্য, সভ্যতা-সংস্কৃতি, প্রত্নতাত্তিক নিদর্শন ও জনগুরুত্বপূর্ণ স্থান ভ্রমণ করেছেন যা সুস্থ ভ্রমণ বিলাসের অনবদ্য দলিল।
এই অভিনব ভ্রমণ সম্পর্কে সহকারী অধ্যাপক আলমগীর কবির বলেন, শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকা ও সময়ের আবর্তে প্রকৃতির পরিবর্তিত সৌন্দর্যকে কাছ থেকে উপভোগ করাই সাইকেল ভ্রমণের মূল উদ্দেশ্য।
তিনি আরো বলেন, আধুনিক যুগে স্মার্টফোনের স্ক্রিনে বর্তমান প্রজন্মকে চার দেয়ালে আবদ্ধ না রেখে বাড়িতে থাকা দ্বি-চক্রযান নিয়ে প্রকৃতির অপরূপ লীলাভূমি ভ্রমণে তারুণ্য, যুব সমাজ ও ভ্রমণ পিয়াসুদের আন্তঃউপজেলা, জেলাভিত্তিক দলে সাইকেল ভ্রমণে উৎসাহ দিতে কিছু উদ্যোগ নেওয়া হচ্ছে।
উল্লেখ্য, কালের বিবর্তনে ভ্রমণ শব্দটার ইতিকথা প্রায় হারিয়েই গেছে। ভ্রমণ শব্দটির উৎপত্তি হয়েছে আদি ফরাসি শব্দ travail থেকে। যতদূর জানা যায়, ভ্রমণ শব্দটার ব্যবহার শুরু হয় চতুর্দশ শতাব্দীর দিকে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন