ভ্রাতৃত্ব প্রতিষ্ঠায় ইসলামের শিক্ষা চর্চা করতে হবে: অধ্যক্ষ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ
![](https://ournewsbd.net/wp-content/uploads/2022/04/Badda.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর উত্তরের সভাপতি অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ বলেছেন, সকল ধর্ম ও শ্রেণী পেশার মানুষের মাঝে ভ্রাতৃত্বপূর্ণ সহাবস্থান প্রতিষ্ঠায় ইসলামের অনুসরণ জরুরী। ইসলাম শিক্ষা দেই টেকসই ও মজবুত বন্ধনের। নবীজি সাঃ-এর পুরো জীবনটাই ছিল পুরো বিশ্ববাসীর জন্য শিক্ষনীয়। জাতিগত ভেদাভেদ করার কোনও স্থান ইসলামে নাই। বরং ইসলাম শান্তি প্রতিষ্ঠার ধর্ম। ইসলাম ভিন্ন ধর্মাবলম্বীদের জান-মালের নিরাপত্তার গ্যারান্টি নিশ্চিত করে।
২১ রমজান (২৩ এপ্রিল) শনিবার রাজধানীর বাড্ডায় ফোর সিজন কমিউনিটি সেন্টারে ইসলামী আন্দোলন বাংলাদেশ বাড্ডা থানার আয়োজনে “ভ্রাতৃত্ব প্রতিষ্ঠায় মাহে রমজানের ভূমিকা”- শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
থানা সভাপতি প্রভাষক ডাক্তার মোঃ মুজিবর রহমানের সভাপতিত্বে আয়োজতি অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সাংগঠনিক সম্পাদক মুফতী ফরিদুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলনের যুব কল্যান ও কর্মসংস্থান সম্পাদক মুহাম্মাদ ইউনুছ তালুকদার।
অনুষ্ঠানে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও সহযোগী সংগঠনের বাড্ডা থানা ও আওতাধীন ওয়ার্ড নেতৃবৃন্দ সহ স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন