মঠবাড়িয়ায় আওয়ামীলীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। স্থানীয় রাজনৈতিক গ্রুপিংয়ের কারনে রবিবার (২৩ জুন) উপজেলা আওয়ামী লীগের একাংশ এবং সোমবার (২৪ জুন) উপজেলা আওয়ামী লীগের আরেকাংশ দিনটি উদযাপন করে।
২৪ জুনের আলোচনা সভায় মঠবাড়িয়া পৌরসভা চত্ত্বরে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক পৌর প্রশাসক আরিফ উল হকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান, কেন্দ্রীয় ছাত্র লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং পিরোজপুর জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য আশরাফুর রহমান।
মঠবাড়িয়া উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ফারুক উজ্জামান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন আলমগীর। এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মুজিবুল হক খান মজনু, সদ্য সাবেক উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন আহমেদ, উপজেলা ভাইরাস চেয়ারম্যান আরিফুর রহমান সিফাত, মহিলা ভাইস চেয়ারম্যান তাহেরুন নেছা,উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হারুন অর রশীদ খান, ইউপি চেয়ারম্যান ফজলুল হক খান রাহাত,ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন আকন,সাবেক জেলা পরিষদ সদস্য হেলাল মুন্সী, গুলিশাখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম বাদল, উপজেলা কৃষক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার মাতুব্বর, সাধারণ সম্পাদক কামরুল আকন, উপজেলা ছাত্র লীগের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিলন মোশারফ হোসেন শরীফ,রফিকুল ইসলাম রিপন, বড়মাছুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাইনুল ইসলাম প্রমুখ।
আলোচনা সভার আগে একটি বর্ণাঢ্য র্যালী পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে শহীদ মিনারের সামনে এসে শেষ হয়। এছাড়াও ২৩ জুন সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং উপজেলা পরিষদে রক্ষিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন