মঠবাড়িয়ায় জমি দখলে বাঁধা দেওয়ায় জেলেকে কুপিয়ে জখম
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার তুষখালী ইউনিয়নের ছোট মাছুয়া এলাকায় জমি দখলে বাঁধা দেওয়ায় জাহাঙ্গীর আকন নামে এক জেলেকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা।বর্তমানে সে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
বৃহস্পতিবার (৭ মার্চ) সকালের এ ঘটনায় জাহাঙ্গীর আকনের ছেলে জাকারিয়া আকন বাদি হয়ে মঠবাড়িয়া থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন আছে বলে জানিয়েছেন মঠবাড়িয়া থানার সেকেন্ড অফিসার এসআই আরিফুল ইসলাম।
জানা গেছে, ঘটনার আগের দিন জমি সংক্রান্ত বিরোধের জের ধরে থানায় অভিযোগের প্রেক্ষিতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এরপর শান্তি শৃঙ্খলা রক্ষার্থে উভয় পক্ষকে শালিস ব্যবস্থা মানিয়ে দেওয়ার জন্য ঘটনার দিন বিকালে তদন্ত কর্মকর্তা মঠবাড়িয়া থানার এসআই জেন্নাত আলী তাদেরকে থানায় ডাকেন।কিন্তু প্রতিপক্ষরা থানায় যাওয়ার আগেই বিরোধীয় জমি দখল করার চেষ্টা চালায়। রেজাউলের (২২) নেতৃত্বে সবুর, হানিফ ফরাজী,কালু ফরাজী,ছত্তার ফরাজী,হারুন ফরাজী,রাকিব ফরাজী,ইমাম এবং আরও অজ্ঞাত ১০/১২ জন লোক এ হামলা চালায়। এতে জাহাঙ্গীর আকনের মাথায় রামদার কোপ লেগে গুরুতর জখম হয়। রামদা নিয়ে মহরা দেওয়ার ছবি এবং মারামারির ছবি ভিডিওতে সংরক্ষিত আছে। রামদা হাতে রেজাউলের ছবি থানা পুলিশের কাছে পাঠানো হয়েছে।
প্রতিপক্ষ সবুর গং জানান,জাহাঙ্গীর আকন গং নিজেরা মারামারি করে হাসপাতালে ভর্তি হয়েছে।ঘটনার দিন আমাদের সাথে তাদের কোন মারামারি হয়নি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন