মঠবাড়িয়ায় ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার তুষখালী ও গুদিঘাটা বাজারে ১৫টি ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে ৪টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় পিরোজপুর জেলা ভোক্তা অধিকারের সহকারী পরিচালক দেবাশীষ রায় এ অভিযান পরিচালনা করেন।এ সময় মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক শেখ এহসান কবির, স্বাস্থ্য সহকারী গোলাম সরোয়ার এবং থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

সহকারী পরিচালক দেবাশীষ রায় জানান, মেমো না থাকা এবং সরকার নির্ধারিত মূল্যে বিক্রি না করার অভিযোগে ডিমের দোকানে জরিমানা করা হয়েছে। প্রতিটি ডিমের নির্ধারিত মূল্য ১১ টাকা ৮৭ পয়সা। কিন্তু তারা প্রতিটি ডিম ১৩ টাকায় বিক্রি করায় এ জরিমানা করা হয়।

এছাড়াও কসমেটিক্সের দোকানে পাকিস্তানি ব্রান্ডের নিষিদ্ধ পন্য গৌরী ক্রিম,চাঁদনী ক্রিম,ডিউ ক্রিম বিক্রির অভিযোগের সত্যতা পাওয়া গেছে। গ্রাহকদের কাছে ব্যবসায়ীরা এগুলো ফর্সাকারী ক্রিম হিসেবে বিক্রি করে।এর পাশাপাশি একটি কনফেকশনারি দোকানেও জরিমানা করা হয়েছে।