মণিরামপুরে টিসিবি পণ্য নিতে আসা কার্ডধারীদের বিস্কুট-পানীয় দিয়ে আপ্যায়ন
যশোরের মনিরামপুর পৌরসভার কাউন্সিলর বাবুলাল চৌধুরীর ব্যতিক্রমী উদ্যোগ নিয়ে প্রশংসিত হয়েছেন। তিনি টিসিবি (ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ)-এর পণ্য নিতে আসা কার্ডধারীদের বিস্কুট ও কোমল পানীয় দিয়ে আপ্যায়ন করেছেন।
গতকাল বুধবার (১৩ এপ্রিল-২০২২) পৌরশহরের গাংড়া মোড়ে টিসিবি পণ্য নিয়ে ফেরার সময় কার্ডধারীদের হাতে বিস্কুট ও কোমল পানীয় তুলে দেন।
জানা যায়- দেশব্যাপী দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষের মাঝে ন্যায্যমূল্যে টিসিবি পণ্য বিক্রি শুরু হয়। এবারই প্রথম সুবিধাভোগীদের কার্ডের মাধ্যমে টিসিবি পণ্য তুলে দেওয়া হচ্ছে। বুধবার পৌরশহরের ৩নং ওয়ার্ডবাসীদের টিসিবি পণ্য বিক্রির দিন ধার্য ছিলো।
এদিন সংশ্লিষ্ট ওয়ার্ড কমিশনার বাবুলাল চৌধুরী নিজ উদ্যোগে টিসিবি কার্ডধারীদের বিস্কুট ও কোমল পানীয় তুলে দেন।
এ সময় ফিরোজা, নিলিমা, আসমা, আহাদসহ একাধিক সুবিধাভোগী কাউন্সিলরের এমন উদ্যোগের প্রশংসা করেন সুবিধাভোগীরা। তারা জানান- টিসিবি পণ্য নিতে এসে এভাবে আপ্যায়িত হবেন ভাবতেই পারেননি।
কাউন্সিলর বাবুলাল চৌধুরী জানান- একে তো প্রখর রোদ; তারপর গরম এবং অনেকেই রয়েছেন রোজা। এসব চিন্তা করেই টিসিবি পণ্য নিতে আসা প্রায় সাড়ে তিনশ কার্ডধারী নারী-পুরুষের হাতে তিনি বিস্কুট ও কোমল পানীয় তুলে দিয়েছেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন