মদনে ছাত্রদলের ৫ নেতা বহিষ্কার
প্রতিনিধি মদন (নেত্রকোনা) : দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সরকার দলীয় লোকজনের সাথে আতাত রাখার অভিযোগে নেত্রকোনার মদন উপজেলার জাতীয়তাবাদী ছাত্রদলের ৫ নেতাকে বহিষ্কার করা হয়েছে। বুধবার দলীয় কার্যালয়ে ছাত্রদলের কার্যকরী কমিটি সর্বসম্মতি ক্রমে এবং মূল দলের নেতাদের মতামতের ভিত্তিতে রেজুলেশন মূলে তাদের বহিষ্কার করা হয়। উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি আমান উল্লাহ (সায়েম) ও সাধারণ সম্পাদক জিয়াউল হক টুটনের যৌথ স্বাক্ষরে পৃথক নোটিশে তাদের বহিষ্কার পত্র প্রেরণ করা হয়। বহিষ্কৃত ছাত্র দল নেতারা হল, মাইদুল হক রাজিব প্রাথমিক সদস্য, শামছুল আলম (চ্যাম্পিয়ন) প্রাথমিক সদস্য,রোবেল রানা সদস্য,মোঃ জুয়েল মিয়া পৌর সভার ৭ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক,মাহমুদুর রহমান মিঠু প্রাথমিক সদস্য মদন উপজেলা শাখা।
বহিস্কারের বিষয়ে জেলা ছাত্রদল সভাপতি মোঃ ফরিদ হোসেন বাবু জানান, উপজেলা ও পৌর ছাত্রদলের কোন নেতা কে বহিস্কার করার এখতিয়ার উপজেলা ও পৌর শাখা কমিটি রাখেনা। যদি কেউ কোন অপরাধ করে থাকে জেলা কমিটি বরাবর প্রস্তাব প্রেরণ করতে পারেন। যে ঘটনা ঘটিয়েছে এটা এখতিয়ার বহিরভূত। এই ধরনের ঘটনা আশা করি না।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন