মদারীপুরে ইউপি চেয়ারম্যানদের বিশেষ প্রশিক্ষণ অনুষ্ঠিত
মাদারীপুর সদর ও রাজৈর উপজেলার ইউনিয়ন পরিষদসমূহের ওয়েবপোটাল হালনাগাদ, বাজেট ব্যবস্থাপনা, ইউনিয়ন পরিষদ পরিচালনা ও জন্ম-মৃত্যু নিবন্ধন বিষয়ে চেয়ারম্যান, ইউপি সচিব এবং হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরগণদের দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ শনিবার সকালে মাদারীপুর সদর উপজেলার আছমত আলী খান মিলনায়তনে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসনের আয়োজনে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) মো. নজরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর সদর উপজেলার সহকারী কমিশনার ( ভূমি) মো. সাইফুল ইসলাম। বক্তব্য রাখেন সদর উপজেলার সহকারী প্রোগ্রামার মো. জাহিদুল ইসলাম মনির, রাজৈর উপজেলার সহকারী প্রোগ্রামার মো. আসাদুজ্জামান খান, মাদারীপুর ইউপি চেয়ারম্যান এসোসিয়েশন এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ শাখাওয়াত হোসেন সেলিম প্রমুখ।
প্রশিক্ষণে মাদারীপুর সদর ও রাজৈর উপজেলার ইউপি চেয়ারম্যান, ইউপি সচিব এবং হিসাব সহকারী কাম কম্পিউটারগণরা উপস্থিত ছিলেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন