মনিরামপুরে অবৈধ বালু উত্তোলনের দায়ে এক লাখ টাকা জরিমানা
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/7-2-25-800x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
হেলাল উদ্দিন : যশোরের মনিরামপুর উপজেলার হরিহরনগরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে শামসুদ্দিন মোড়ল (৬৩) নামের এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলার হরিহরনগর ইউনিয়নের বিনোদকাটী এলাকায় অভিযান চালিয়ে মনিরামপুরের সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়াজ মাকদুম এ আদেশ দেন।
প্রশাসন সূত্রে জানা যায়- উপজেলার হরিহরনগর ইউনিয়নের খাটুরা বাওরের পার্শ্ববর্তী বিনোদকাটী এলাকায় কোনো ধরনের ইজারা ছাড়াই ড্রেজিং মেশিন দিয়ে দীর্ঘদিন ধরে বালু উত্তোলন করে আসছিল একটি চক্র।
দুপুরে এসিল্যান্ড নিয়াজ মাকদুমের নেতৃত্বে সেখানে অভিযান চালান হয়। অভিযানে ঘটনাস্থলে শামসুদ্দিন মোড়লকে অবৈধভাবে বালু উত্তোলন করায় তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এক লাখ টাকা জরিমানা করা হয়। শামসুদ্দিন মোড়ল বিনোদকাটী গ্রামের মৃত কাবিল মোড়লের ছেলে।
সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়াজ মাকদুম বলেন- খাটুরা বাওর সংলগ্ন ঘেরের উপরিভাগ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫ ধারা অনুযায়ী এক লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করে তাৎক্ষণিকভাবে তা আদায় করা হয়। প্রশাসনের এ ধরনের অভিযান জনস্বার্থে অব্যাহত থাকবে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন