মনিরামপুরে ১ কোটি ৫ লাখ টাকার স্বর্ণের বারসহ আটক যুবক
![](https://ournewsbd.net/wp-content/uploads/2023/11/2-14-11-23-copy-900x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
যশোরের মনিরামপুরে ১০টি স্বর্ণের বারসহ জাহিদুল ইসলাম পিন্টু (৪৮) নামের এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ।
মঙ্গলবার (১৪ নভেম্বর) বিকেল ৩টার দিকে রাজারহাট—চুকনগর আঞ্চলিক সড়কের মনিরামপুর পৌরসভার বাঁধাঘাট শ্মশান এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত পিন্টু মানিকগঞ্জ জেলার সিংগাড়ী উপজেলার চারিগ্রামের নুরুল ইসলামের ছেলে।
যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ওসি রুপণ কুমার সরকার জানান— পিন্টুর দেহ তল্লাশি করে কোমর থেকে ১০টি স্বর্ণের বার জব্দ করা হয়েছে। যার ওজন ১ কেজি ১৬৬ গ্রাম। যার আনুমানিক মূল্য ১ কোটি ৫ লাখ টাকা। আটক পিন্টুকে মনিরামপুর থানায় হস্তান্তর করে মামলা দায়ের করা হয়েছে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন