মনোনয়ন ফরম বিক্রি করে আ’লীগের আয় ১৩ কোটি

ক্ষমতাসীন আওয়ামী লীগ একাদশ জাতীয় নির্বাচনে দলীয় মনোনয়ন প্রার্থীদের মাঝে ৪ হাজার ৩৬৭টি ফরম বিক্রি করেছে। সোমবার ছিল মনোনয়ন ফরম বিক্রি ও জমা দেয়ার শেষ দিন। এদিন ৩৩২টি ফরম বিক্রি হয়।
এর আগে তিনদিনে ৪০৩৫টি ফরম বিক্রি হয়েছে। চারদিনে এ বিক্রির সংখ্যা দাঁড়ালো ৪ হাজার ৩৬৭ তে।
সোমবার দলের ৪ চারজন যুগ্ম সাধারণ সম্পাদক দলের সাধারণ সম্পাদকের হাতে মনোনয়ন ফরম জমা দেন।
উল্লেখ্য, গত শুক্রবার থেকে ক্ষমতাসীন দলে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি ও জমার কাজ শুরু হয়। চলে আজ সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত। প্রতিটি মনোনয়ন ফরমের মূল্য ছিল ৩০ হাজার টাকা। এতে ১৩ কোটি ১০ লাখ ১০ হাজার টাকা দলের ফান্ডে জমা হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন




















