মন্ত্রিত্বের প্রস্তাবেও মহিউদ্দিন চট্টগ্রাম ছাড়েননি : কাদের
![](https://ournewsbd.net/wp-content/uploads/2017/09/obaidul_quader_58867_1506325270.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
প্রয়াত এ বি এম মহিউদ্দিন চৌধুরীর বাড়িতে গেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ শুক্রবার চট্টগ্রামের ষোলোশহরে তাঁর বাড়িতে গিয়ে শোকাহত পরিবারকে সান্ত্বনা দেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বি এম মহিউদ্দিন চৌধুরীকে মন্ত্রী করতে চেয়েছিলেন। কিন্তু তিনি চট্টগ্রাম ছেড়ে যাননি।
চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সভাপতি ও চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী (৭৩) গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি অনেক দিন ধরে হৃদ্রোগ, কিডনি জটিলতাসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন