মন্ত্রীকে পছন্দ না হওয়ায় ৭৩০ দিনের ছুটির আবেদন সরকারি কর্মীর!
মন্ত্রীকে পছন্দ হয়নি, সেই যুক্তি দেখিয়ে দীর্ঘ ছুটির আবেদন করলেন এক সরকারি কর্মী। এক বা দুই দিনের নয়, টানা ৭৩০দিনের ছুটির নিয়ে সাড়া ফেলে দিয়েছেন সেই ব্যক্তি। নতুন মন্ত্রীর অধীনে কাজ করা যাচ্ছে না, সেই জন্যই নাকি এমন সিদ্ধান্ত। সেই কর্মীর ছুটির আবেদন পত্র এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
ঘটনা পাকিস্তানের। আসলে পছন্দ হয়নি নতুন রেলমন্ত্রীকে। সেইজন্যই এমন সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তানের এক রেলকর্মী। সাধারণ কর্মী নন, সেই ব্যক্তি পাকিস্তানের রেলের চিফ কমার্শিয়াল ম্যানেজার, নাম মোহম্মদ হানিফ গুল। তিনি জানিয়েছেন, ‘নতুন মন্ত্রী খুবই অপেশাদার এবং তার ব্যবহারও খারাপ।
ছুটির আবেদনে তিনি লিখেছেন, “পাকিস্তানের সিভিল সার্ভিসের একজন সদস্য হিসেবে তার অধীনে কাজ করা আমার পক্ষে সম্ভব নয়।”
গত ২০ আগস্ট ইমরান খানের সরকারের মন্ত্রীরা শপথ নেন। সেখানেই শপথ নেন রেলমন্ত্রী শেখ রশিদ। তার বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ এনেছেন সেই রেলকর্মী। অনেকেই বিষয়টাকে মজা হিসেবে দেখেছেন, আবার অনেকে বলেছেন, প্রয়োজনে টাকা ছাড়া ছুটি নিন সেই ব্যক্তি।
পাকিস্তানের জিও টিভির রিপোর্ট অনুযায়ী, সেই ব্যক্তিকে চিফ কমার্শিয়াল ম্যানেজারের পোস্ট থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তার জায়গায় আগা ওয়াসিম নামে নতুন একজনকে নিয়োগও করা হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন