মমতার পুরস্কার প্রাপ্তিতে ‘খুশি’ বিজেপির শ্রাবন্তী, যা বললেন
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের ‘বাংলা একাডেমির’ বিশেষ সাহিত্য পুরস্কার পেয়েছেন। এটা নিয়ে সমালোচনা হলেও কেউ কেউ মমতাকে অভিনন্দনও জানাচ্ছেন।
পুরস্কার পাওয়া নিয়ে মমতাকে অভিনন্দন জানিয়েছেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। মমতার পুরস্কার পাওয়ার খবরে তিনি অত্যন্ত খুশি জানিয়ে শ্রাবন্তী বলেন, দিদি দীর্ঘদিন ধরে কবিতা লিখছেন। দিদির যে কাব্যের প্রতি ভালবাসা, তা এতদিনে সম্মানিত হলো, তা ভেবেই ভাল লাগছে আমার। আমি আশা করব, দিদি আরও ভাল কাজ করবেন এবং সম্মান পাবেন।
পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের অধীনে থাকা বাংলা একাডেমি প্রথমবারের মতো বিশেষ সাহিত্য পুরস্কার চালু করে। এতে প্রথমবারই সাহিত্যে বিশেষ খেতাব জিতেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এই খেতাবের বিজেতা হিসেবে মমতার নাম ঘোষণা করেন। অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত থাকলেও নিজ হাতে পুরস্কার গ্রহণ করেননি মমতা। তার পক্ষে ব্রাত্য বসু পুরস্কার গ্রহণ করেন।
টলিউডের প্রথম সারির অভিনেত্রী শ্রাবন্তী গত বছর লোকসভা নির্বাচনের আগে বিজেপি শিবিরে যোগ দেন। বেহালা পশ্চিমের তৃণমূল প্রার্থী পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে গেরুয়া শিবিরের তাস ছিলেন শ্রাবন্তী। তবে তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের কাছে হেরে যান শ্রাবন্তী।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন