ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত
ময়মনসিংহ জেলা পুলিশ লাইন শহীদ বীর মুক্তিযোদ্ধা পুলিশ সুপার মুন্সী কবির উদ্দিন আহমেদ মাল্টিপারপাস শেড (কল্যাণ শেড)-এ জেলা পুলিশের অভিভাবক সম্মানিত পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা, বিপিএম, পিপিএম এর সভাপতিত্বে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।
(১১ জুন( মঙ্গলবার পরবর্তীতে মে/২০২৪ মাসের বিভিন্ন আভিযানিক সাফল্য ও আইন-শৃঙ্খলা রক্ষার্থে গৃহীত বিভিন্ন কার্যক্রমের ভিত্তিতে জেলা পুলিশের বিভিন্ন ইউনিট ও বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দকে সম্মাননা স্মারক ও আর্থিক পুরস্কার দেওয়া হয়। পুরস্কারপ্রাপ্তরা হলেন-১. শ্রেষ্ঠ সার্কেল অফিসার- জনাব মোঃ সুমন মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার, গৌরীপুর সার্কেল, ময়মনসিংহ।
২. শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ- জনাব মোহাম্মদ মাইন উদ্দিন, অফিসার ইনচার্জ, কোতোয়ালী মডেল থানা, ময়মনসিংহ।৩. শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত)(প্রথম)-জনাব মোঃ আনোয়ার হোসেন,পুলিশ পরিদর্শক (তদন্ত), কোতোয়ালী মডেল থানা, ময়মনসিংহ।৪. শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত)(দ্বিতীয়)- জনাব জাহাঙ্গীর আলম, পুলিশ পরিদর্শক (তদন্ত), ভালুকা মডেল থানা, ময়মনসিংহ।
৫. শ্রেষ্ঠ এসআই (প্রথম)- এসআই (নিঃ)/দেবশীষ সাহা, কোতোয়ালী মডেল থানা, ময়মনসিংহ। ৬. শ্রেষ্ঠ মামলা নিষ্পত্তিকারী অফিসার-এসআই(নিঃ)/ ইকবাল আহমেদ জিন্নাহ, ত্রিশাল থানা, ময়মনসিংহ । ৭. শ্রেষ্ঠ এএসআই-এএসআই (নিঃ)/ হুমায়ুন কবির (২), কোতোয়ালী মডেল থানা, ময়মনসিংহ।৮. শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার-এএসআই(নিঃ)/ তানভীর হাসান,ভালুকা মডেল থানা, ময়মনসিংহ।
৯. শ্রেষ্ঠ বিট অফিসার-এসআই(নিঃ)/শারমীন জাহান শাম্মী, কোতোয়ালী মডেল থানা, ময়মনসিংহ। ১০. শ্রেষ্ঠ ট্রাফিক অফিসার- সার্জেন্ট/ভক্ত কুমার সেন, সদর ট্রাফিক, ময়মনসিংহ। এছাড়াও বিভিন্ন চাঞ্চল্যকর মামলার রহস্য উদঘাটন এবং গুরুত্বপূর্ণ অভিযানিক সাফল্য সংক্রান্তে বিভিন্ন ক্যাটাগরিতে আরো দশটি পুরস্কার প্রদান করা হয়।
সভার শেষ পর্যায়ে পুলিশ সুপার মহোদয় নিজের বক্তব্যে ফোর্সের সুবিধা অসুবিধার কথা গুরুত্ব সহকারে শোনেন এবং তাদের মানসিক এবং শারীরিক স্বাস্থ্য উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেন। পরবর্তীতে পুলিশ সুপার সকল কর্মকর্তাবৃন্দ মাসিক অপরাধ সভায় যোগ দান করেন।
সম্মানিত পুলিশ সুপার জনাব মাছুম আহাম্মদ ভূঞা, বিপিএম, পিপিএম মহোদয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন জনাব মোঃ রায়হানুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার, (প্রশাসন ও অর্থ) (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), জনাব মোঃ শামীম হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস), (পুলিশ সুপার, পদে, পদোন্নতিপ্রাপ্ত), জনাব ফাল্গুনী নন্দী, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত)সহ ময়মনসিংহ জেলাধীন সকল সার্কেলের সম্মানিত সার্কেল অফিসারবৃন্দ এবং সকল থানার অফিসার ইনচার্জবৃন্দ।
সভায় জেলার বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি,অস্ত্র ও মাদক উদ্ধার, বিট পুলিশিং কার্যক্রম জোরদার, মুলতবি মামলার অগ্রগতি, গ্রেফতারি পরোয়ানা নিষ্পত্তি, স্পর্শকাতর মামলা সমূহের অগ্রগতি এবং আসন্ন ইদ-উল-আযহাকে সামনে রেখে জেলার যানজট নিরসনে ট্রাফিক পুলিশের করণীয় সম্পর্কে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন