ময়মনসিংহ-৩ গৌরীপুরে নৌকার প্রার্থী পপি এগিয়ে
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/01/Nilufar-Anjum-Popi-478x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
রবিবার (৭জানুয়ারি) অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৪৮ ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনে ৯২টি কেন্দ্রের মধ্যে ৯১টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়। একটি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।
এতে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী এডভোকেট নিলুফার আনজুম পপি ৯ শ ৮৫ ভোটে এগিয়ে আছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সোমনাথ সাহা।
সহকারি রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাহিদুল করিম ঘোষিত ফলাফলে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী এডভোকেট নিলুফার আনজুম পপি পেয়েছেন ৫৩ হাজার ১শ ৯৬ ভোট, তাঁর নিকটতম প্রতিদ্ব›দ্বী প্রার্থী ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সোমনাথ সাহা পেয়েছেন ৫২ হাজার ২শ ১১ ভোট।
তিনি আরো জানান, নির্বাচনের পরিবেশ না থাকায় ৪০নং ভালুকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।
এ আসনে মোট ৯জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। অন্য প্রতিদ্ব›িদ্ব প্রার্থীদের মধ্যে কেটলি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী শরীফ হাসান অণু পেয়েছেন ৯হাজার ২শ ২৬ ভোট, ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী নাজনীন আলম ২হাজার ২শ ৫০ ভোট, কাঁচি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী রমিজ উদ্দিন ৮শ ৯৩ ভোট, জাতীয় পার্টি মনোনীত লাঙল প্রতীকের প্রার্থী মোস্তাফিজুর রহমান ৩শ ৪৯ ভোট, তৃণমূল বিএনপি মনোনীত সোনালী আঁশ প্রতীকের প্রার্থী মোঃ জামাল উদ্দিন ১৫২ ভোট।
এনপিপি মনোনীত আম প্রতীকের প্রার্থী শফিউল ইসলাম ১শ ১৭ ভোট ও স্বতন্ত্র প্রার্থী মোর্শেদুজ্জামান সেলিম ১শ ভোট পেয়েছেন। এ আসনে মোট ভোটার ২৭৬০৪০জন, মোট গৃহীত ভোট ১২০৭৭১, বৈধ ভোট ১১৮৪৯৪, বাতিল ভোট ২২৭৭টি। গৃহীত ভোটের হার ৪৩.৭৫ ভাগ।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন