ময়মনসিংহে ইসলামিক ফাউন্ডেশনের পরিকল্পনা সভা

ময়মনসিংহে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে এডভোকেসি ও পরিকল্পনা সভা ইসলামিক ফাউণ্ডেশনের মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

সোমবার (৬ আক্টোবর) প্রধান অতিথি বিভাগীয় কমিশনার মোখতার আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মুফিদুল ইসলাম,সদর উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম প্রিন্স।অনুষ্ঠানে সভাপতিত্ব করে স্বাগত বক্তব্য রাখেন ইসলামিক ফাউণ্ডেশন ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের পরিচালক হাবেজ আহমেদ।

শুরুতেই পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন ইসলামিক ফাউন্ডেশনের ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের মাস্টার ট্রেইনার মোঃ শফিকুল ইসলাম।মুফতি মাওলানা মোঃ আব্দুল মালেক।