ময়মনসিংহে উদীচীর ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

‘মানুষ ছাড়া ক্ষ্যাপারে তুই মূল হারাবি’ এই স্লোগানে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর ৫৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।

মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকেলে উদীচী ময়মনসিংহ জেলা সংসদের উদ্যোগে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়।

প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি উদ্বোধন করেন উদীচী কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সারোয়ার কামাল রবিন।

কর্মসূচির মধ্যে ছিলো জাতীয় সঙ্গীত ও দলীয় সঙ্গীত পরিবেশন, আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা, নৃত্য পরিবেশনা, গণসঙ্গীত ও বাউল সঙ্গীত পরিবেশন।
উদীচী কেন্দ্রীয় সংসদ ও ময়মনসিংহ জেলা সংসদের সহ-সভাপতি সারোয়ার কামাল রবিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সিপিবি ময়মনসিংহ জেলা সংসদের সভাপতি এমদাদুল হক মিল্লাত।

এ সময় তিনি বলেন, উদীচী প্রতিষ্ঠার পর থেকেই মানুষের অধিকার আদায়ে সবসময় মানুষের পাশে থেকেছে। ’৬৯ এর গণঅভ‚্যত্থান থেকে শুরু ২০২৪এর ফ্যাসিস্টবিরোধী বৈষম্যবিরোধী আন্দোলনেও ভ‚মিকা রেখেছে। উদীচীকে কেউ বাংলার মাঠি থেকে উৎখাত করতে পারবে না।’

উদীচী জেলা সংসদের সাধারণ সম্পাদক যীশুতোষ তালুকদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন শিক্ষাবিদ অধ্যাপক আশিরব্রত চৌধুরী ও বাংলাদেশ মহিলা পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মাহমুদা হেলেন প্রমুখ।

এ সময় উদীচী ময়মনসিংহ জেলাধীন বিভিন্ন উপজেলা সংসদের নেতৃবৃন্দ ও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
পরে উদীচী ময়মনসিংহ জেলা সংসদ ও আলোকময় নাহা বিদ্যায়তনের শিল্পীবৃন্দ গণসঙ্গীত এবং রাতে বাউল সঙ্গীত পরিবেশন করা হয়।