ময়মনসিংহে কারিকুলাম বাস্তবায়নে ইন হাউজ প্রশিক্ষণ অনুষ্টিত
ময়মনসিংহ জেলার গৌরীপুরে ইন হাউজ প্রশিক্ষণ অনুষ্টিত হয়।আয়োজনে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস।
(৮ অক্টোবর) রবিবার স্থানঃ পাছার ছামাদিয়া দাখিল মাদরসায়। অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আশরাফুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে আশরাফুল ইসলাম ইনহাউজ প্রশিক্ষণের গুরুত্বপূর্ণ বিভিন্ন দিক তুলে ধরেেন। ষষ্ট ও সপ্তম শ্রেণির নতুন কারিকুলাম বাস্তবায়নে শিক্ষা সংস্লিষ্ট সবাইকে এগিয়ে আসার আহবান করেন। সভাপতিত্ব করেন পাছার ছামাদিয়া দাখিল মাদরাসার সভাপতি মোঃ রুহুল আমিন উজ্জল। বিশেষ অতিথি ছামাদিয়া দাখিল মাদরাসার সুপার মোঃ আজিজুল হক।
প্রধান আলোচক ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার বাবু কমল রায়।উল্লেখ্য যে এ পোগ্রামে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের সম্মানিত শিক্ষকগণ ইন হাউজ প্রশিক্ষণ গ্রহণ করে। উপজেলা মাস্টার ট্রেইনার হিসেবে ছিলেন গণিত বিষয়ে মুহাম্মদ মনজুরুল হক,ডিজিটাল টেকনলজি বিষয়ে মুহাম্মদ জয়নাল আবেদীন, ইংরেজী বিষয়ে মুহাম্মদ আনিছুজ্জামান ভুইয়া, মুহাম্মদ শাহিনুর ফেরদৌস ছিলেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন