ময়মনসিংহে গণ সংহতি’র ‘কেমন সংলাপ চাই’এর গণ সংলাপ অনুষ্ঠিত
রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরে নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার লক্ষ্যে গণসংহতি আন্দোলন,ময়মনসিংহের আয়োজনে “কেমন সংলাপ চাই”শীর্ষক গণসংলাপ অনুষ্ঠিত হয়। (২১ ডিসেম্বর) শনিবার টাউন হলস্থ ভাষা শহীদ শামসুল হক মুক্ত মঞ্চে অনুষ্ঠিত এ গণ সংলাপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণসংহতি আন্দোলনের ময়মনসিংহের আহবায়ক মোস্তাফিজুর রহমান। সঞ্চালনায় ছিলেন গণ সংহতি আন্দোলনের ময়মনসিংহ জেলা শাখার সদস্য সচিব এ আর এম মুসাদ্দিক আসিফ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণ সংহতি আন্দোলন এর নির্বাহী সমন্বয়কারী,জাতীয় নির্বাহী পরিষদের সদস্য আবুল হাসান রুবেল, জাতীয় নির্বাহী পরিষদ সদস্য দেওয়ান আব্দুর রশিদ নিলু, মনির উদ্দিন পাপ্পু, জাতীয় পরিষদ সদস্য শামসুল আলম, রেনু আক্তার সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন