ময়মনসিংহে মাদক ব্যবসায়ী গ্রেফতার

ময়মনসিংহের কোতুয়ালী থানা এলাকা থেকে ১,১৬,০০০ পিস ভারতীয় ব্লেডসহ ০২ জন চোরা কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব-১৪।

২ আগষ্ট শনিবার সকালে র‍্যাব-১৪, সিপিএসসি, ময়মনসিংহ এর নিয়মিত টহল টিম জেলার কোতুয়ালী থানাধীন শম্ভুগঞ্জ টোল প্লাজা সংলগ্ন স্বদেশ হাসপাতাল প্রাইভেট লিমিটেড এর সামনে পাকা রাস্তার উপর পৌছালে দেখতে পায় একটি বাস হতে দুইজন লোক ০৪ টি বস্তা ধরাধরি করে নামিয়ে রাস্তায় দাঁড়িয়ে আছে এবং তাদের গতিবিধি সন্দেহ জনক।

পরবর্তীতে টহল টিমের উপস্থিতি টের পেয়ে দুইজন লোক বস্তা রেখেই পালানোর চেষ্টা করলে টহল টিম আসামী মোঃ সাইফুল ইসলাম সেকুল (৪২), জেলা-নেত্রকোনা, মোঃ আজিজুল হাকিম সরকার (৩৮) আটক করে।বস্তায় থাকা মালামালের বিষয়ে জিজ্ঞাসাবাদে ভারতীয় ব্লেড থাকার কথা স্বীকার করে।

তারা চোরাই পথে এসব ভারতীয় ব্লেড বাংলাদেশে এনেছে বলে জানায়।উপস্থিত সাক্ষীদের সম্মুখে ০৪ টি সাদা প্লাস্টিকের বস্তায় ৪০০ প্যাকেট করে মোট ২৩,২০০/-টাকা প্যাকেট এবং যার প্রতি প্যাকেটে ০৫ টি করে সর্বমোট ১,১৬,০০০/- পিস ভারতীয় ব্লেড ০২ আগষ্ট ২০২৫ তারিখ সকাল ০৮:১০ ঘটিকায় জব্দ করে। যার বাজার আনুমানিক মূল্য ৫,৮০,০০০/- টাকা।

এসময় উপস্থিত স্থানীয় লোকদের জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামী’দ্বয় দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে ভারতীয় ব্লেড শুল্ক ফাঁকি দিয়ে চোরাই পথে বাংলাদেশে এনে বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ ও স্থানান্তর করছে।

চোরাচালানকৃত মালামাল উদ্ধার এবং চোরা চালানকারীদের বিরুদ্ধে র‌্যাবের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের লক্ষ্যে মামলা দায়ের পূর্বক আলামত হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে।