ময়মনসিংহে মাদক ব্যবসায়ী গ্রেফতার
মুহম্মদ আবুল বাশারঃ ময়মনসিংহের কোতোয়ালী থানাধীন রহমতপুর বাইপাস এলাকা হতে ৯৮০ পিস নেশা জাতীয় ইনজেকশন‘সহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১৪। র্যাব-১৪ ময়মনসিংহের একটি আভিযানিক দল ৩ ফেব্রুয়ারি (সোমবার) সকালে কোতোয়ালী থানাধীন রহমতপুর বাইপাস মোড় সংলগ্ন মুক্তাগাছাগামী মহাসড়কের উত্তর পাশে ‘ইমাম লাইব্রেরী’ নামক দোকানের সামনে পাকা রাস্তার উপর চেকপোস্ট পরিচালনা করে।
এসময় মোঃ গোলাম রব্বানী (৩০), পিতা-মোঃ বিল্লাল হোসেন, মোঃ মিলন হোসেন (৩২),পিতা-মোঃ দুলাল হোসেন, উভয় সাং-উত্তরগোপালপুর, থানা-পাঁচবিবি, জেলা-জয়পুরহাটদকে ৯৮০ পিস নেশা-জাতীয় (Buprenorphine Injection) ও ৩ টি মোবাইল ফোন গ্রেফতার করেছে।উদ্ধারকৃত ইনজেকশনের অনুমানিক মূল্য ১,৯৬,০০০ টাকা। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
উক্ত বিষয়ে ধৃত আসামীদের বিরুদ্ধে ময়মনসিংহের কোতোয়ালী থানায় মামলা দায়ের পূর্বক আসামী ও আলামত হস্তান্তর করা হয়েছে।জুয়েল চাকমা অতিরিক্ত পুলিশ সুপার মিডিয়া অফিসার অধিনায়ক এর পক্ষে জানানো হয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন