ময়মনসিংহে মাদক ব্যবসায়ী গ্রেফতার

মুহম্মদ আবুল বাশারঃ ময়মনসিংহের কোতোয়ালী থানাধীন রহমতপুর বাইপাস এলাকা হতে ৯৮০ পিস নেশা জাতীয় ইনজেকশন‘সহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪। র‍্যাব-১৪ ময়মনসিংহের একটি আভিযানিক দল ৩ ফেব্রুয়ারি (সোমবার) সকালে কোতোয়ালী থানাধীন রহমতপুর বাইপাস মোড় সংলগ্ন মুক্তাগাছাগামী মহাসড়কের উত্তর পাশে ‘ইমাম লাইব্রেরী’ নামক দোকানের সামনে পাকা রাস্তার উপর চেকপোস্ট পরিচালনা করে।

এসময় মোঃ গোলাম রব্বানী (৩০), পিতা-মোঃ বিল্লাল হোসেন, মোঃ মিলন হোসেন (৩২),পিতা-মোঃ দুলাল হোসেন, উভয় সাং-উত্তরগোপালপুর, থানা-পাঁচবিবি, জেলা-জয়পুরহাটদকে ৯৮০ পিস নেশা-জাতীয় (Buprenorphine Injection) ও ৩ টি মোবাইল ফোন গ্রেফতার করেছে।উদ্ধারকৃত ইনজেকশনের অনুমানিক মূল্য ১,৯৬,০০০ টাকা। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

উক্ত বিষয়ে ধৃত আসামীদের বিরুদ্ধে ময়মনসিংহের কোতোয়ালী থানায় মামলা দায়ের পূর্বক আসামী ও আলামত হস্তান্তর করা হয়েছে।জুয়েল চাকমা অতিরিক্ত পুলিশ সুপার মিডিয়া অফিসার অধিনায়ক এর পক্ষে জানানো হয়।