ময়মনসিংহে সন্ত্রাসী হামলা ভাংচুর-লুটপাট
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/Screenshot_20241210-221908_Facebook-720x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
ময়মনসিংহ সদরের চর বড়বিলা গ্রামের এহসানুল হকের বাড়িতে কতিপয় সন্ত্রাসী গত (৭ ডিসেম্বর) সকাল অনুমান১০টায় অতর্কিত হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর,লুটপাট চালিয়ে নৈরাজ্য সৃষ্টি করে ৫০ হাজার টাকার ক্ষতিসাধন করছে।
পূর্ব শত্রুতার জের হিসেবে দূর্বৃত্ত হামলাকারীরা হামলা কালে পিঠিয়ে নিরিহ বৃদ্ধ এহসানুল হকের ছেলেকেও মারাত্মক জখম করেছে। এঘটনায় এহসানুল হক বাদী হয়ে কোতোয়ালী মডেল থানায় রুহুল আমিন, আজিজুল, এনামুল, শাহীন, নজরুল ইসলাম ও অঞ্জাতনামা আরও ২/৩ জনেকে আসামি করে অভিযোগ দায়ের করেন।
অভিযোগ পেয়ে এস আই মোজাম্মেল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এখন পর্যন্ত কোন আসামি গ্রেফতার হয়নি। আসামিরা মামলার বাদীকে খুন জখমের হুমকি দিচ্ছে।বৃদ্ধ এহসানুল হক সন্ত্রাসীদের ভয়ে জিম্মি অবস্থায় ভয়ভীতিতে দিন কাটাচ্ছে।হামলা ও লুটপাটের শিকার এহসানুল হক জানান তাকে ও তার পরিবারের লোকজনকে সন্ত্রাসীরা অব্যাহতভাবে খুন জখম ও অপহরণের হুমকি দিচ্ছে।
প্রকাশ্যে অস্ত্রের মহড়া দিচ্ছে। প্রাণভয়ে বাড়ি থেকে বের হয়ে মসজিদে গিয়ে নামাজ আদায় করতে পারছে না।তিনি পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করে সন্ত্রাসীদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ জানিয়েছেন।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন