ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ২৪-শে ডিসেম্বর (মঙ্গলবার) অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন জেলা প্রশাসক মুফিদুল আলম।স্থানঃ উপজেলা পরিষদ হল রুম।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক দেশের উন্নয়নের লক্ষে বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা দেন।মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার পুস্পিতা।
এসময় ঈশ্বরগঞ্জ থানা অফিসার ইনচার্জ ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ,পত্রিকার সাংবাদিকরা সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন