ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্ট অব্যাহত থাকবে- ইউএনও


মাহে রমজানের সম্মানার্থে ঈশ্বরগঞ্জের বিভিন্ন হাট বাজারে নিত্য-প্রয়োজনীয় খাবার সামগ্রী যাতে সাধারণ মানুষের বেশি দামে কিনতে না হয় সেজন্য ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন ইউএনও এরশাদুল আহমেদ। এরই অংশ হিসেবে মঙ্গলবার (৪ মার্চ) নিয়মিত বাজার মনিটরিংয়ে লক্ষীগঞ্জ বাজার ও পৌরসভার বাজারে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।
এরশাদুল আহমেদ বলেন দোকানে মূল্য তালিকার অতিরিক্ত সয়াবিন তেলের দাম রাখা, নোংরা পরিবেশে ইফতার সামগ্রী সংরক্ষণ ও বিক্রয় করা, মূল্য তালিকা প্রদর্শন না করা, মিষ্টির প্যাকেটের অতিরিক্ত ওজনের দরুন সংশ্লিষ্ট ধারায় অর্থদণ্ড দেয়া হয়।
এরশাদুল আহমেদ আরো বলেন জনস্বার্থে প্রশাসনের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।এসময় মাইজবাগ ইউনিয়নের চেয়ারম্যান মোঃ ফরিদ মিয়া সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন