ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কোকোর জন্ম বার্ষিকীতে গাছের চারা বিতরণ

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছেলে আরাফাত রহমান কোকোর ৫৬তম জন্ম বার্ষিকী উপলক্ষে ঈশ্বরগঞ্জের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শাহ নুরুল কবির শাহীন মঙ্গলবার উপজেলার জাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও জাটিয়া উচ্চ বিদ্যালয় এবং জাটিয়া গাফুরিয়া দাখিল মাদরাসার কোমলমতি শিক্ষার্থীদের হাতে গাছের চারা দেওয়া হয়।
আয়োজন করে জাটিয়া ইউনিয়ন যুবদল।অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক এমপি শাহ নুরুল কবির শাহীন। ছাত্র-ছাত্রীরা উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহবান। এসময় বিশেষ অতিথি পৌর বিএনপির আহবায়ক সাইদুল হক।
অনুষ্টান পরিচালনায় উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম চকদার। অন্যান্যদের মাঝে উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শাহ মোফাজ্জল হোসেন টিপু, মোঃ ফরিদ মিয়া, দলীয় নেতৃবৃন্দ, শিক্ষার্থী সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন। শিক্ষার্থীরা সাবেকএমপি শাহ নুরুল কবির শাহীনের কাছ থেকে গাছের চারা হাতে পেয়ে আনন্দিত।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন