ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ডায়াগনোস্টিক সেন্টারে জরিমানা

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রহমান জনস্বার্থে অনুমোদন বিহীন ডায়াগনোস্টিক সেন্টার ও ক্লিনিক তদারকি করতে গিয়ে জরিমানা করেন।
সোমবার (৪ আগষ্ট) ইউএনও সানজিদা রহমান তদারকির অংশ হিসেবে ঈশ্বরগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য বিভাগের সমন্বয়ে দুপুরে উপজেলার বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনোস্টিক সেন্টার পরিদর্শন করেন।
এসময় অনিয়মের অভিযোগ ও প্রয়োজনীয় কাগজ পত্রাদি সঠিক না থাকায় দুইটি ডায়াগনোস্টিক সেন্টার ও ক্লিনিকে জরিমানা করা হয়। এমন কার্যক্রম পরিচালনা করায় উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রহমান কে ধন্যবাদ জানায় উপজেলাবাসী। এসময় ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা পাশে ছিলেন।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন