ময়মনসিংহের গৌরীপুর উপজেলা সিপিবি’র সম্মেলনে নতুন কমিটি গঠন
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ময়মনসিংহের গৌরীপুর উপজেলা কমিটির সম্মেলনে নতুন কমিটি গঠন করা হয়েছে। বুধবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের সুরেশ কৈরী সড়কে স্থানীয় উদীচী ভবনে অনুষ্ঠিত অষ্টম সম্মেলনে ১৩ সদস্য বিশিষ্ট দুই বছর মেয়াদী নতুন এই কমিটি গঠন করা হয়েছে।
প্রধান অতিথি থেকে সম্মেলন উদ্বোধন করেন সিপিবি ময়মনসিংহ জেলা কমিটির সাধারণ সম্পাদক শেখ বাহার মজুমদার।
কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন বীরমুক্তিযোদ্ধা লুৎফর রহমান ও সাধারণ সম্পাদক কমরেড হারুন আল বারী।
কমিটির অন্য সদস্যরা হলেন- সহকারি সাধারণ সম্পাদক আব্দুল লতিফ, সদস্য মকবুল হোসেন, মজিবুর রহমান ফকির, মোহাম্মদ শহীদুল্লাহ, মমতাজ বেগম, ওবায়দুর রহমান, মাহমুদুল হাসান শুভ, আলী আশরাফ আবীর, আলী হোসেন।
উপজেলা সিপিবির সাধারণ সম্পাদক কমরেড হারুন আলী বারী বলেন, সম্মেলনের মাধ্যমে উপজেলা সিপিবির ১৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। এরমধ্যে ১১ জনের নাম ঘোষণা করা হয়েছে। বাকি দুইজন সদস্য কো-অপ্ট করে নেয়া হবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন