ময়মনসিংহের গৌরীপুর থানায় ফিরেছে পুলিশ, ফুল দিয়ে শুভেচ্ছা যুবদল-ছাত্রদলের
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সরকার পতনের পর দেশে আইন-শৃঙ্খলা পুরোপুরি ভেঙ্গে পরে। বিভিন্ন দাবী নিয়ে পুরো দেশের পুলিশ সদস্যরা কর্মবিরতি পালন করে। কর্মবিরতি শেষে ময়মনসিংহের গৌরীপুর থানায় ফিরেছে তারা।
বুধবার (১৪ আগষ্ট) দুপুরে যুবদল-ছাত্রদলের উদ্যোগে গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) কে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। পরে যুবদল-ছাত্রদলের নেতৃবৃন্দ অন্যান্য পুলিশ সদস্যদের লাল গোলাপ উপহার দিয়ে শুভেচ্ছা জানান।
এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ (উত্তর) জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক তাজিজুল ইসলাম রাঙ্গা, সদস্য বাসার আকন্দ, উপজেলা যুবদল নেতা জসিম উদ্দিন, জাহাঙ্গীর, দ্বীন ইসলাম, উপজেলা ছাত্রদল নেতা মশিউর রহমান রবিন, তাওহিদুল ইসলাম, খাইরুল ইসলাম, রিয়াজ প্রমুখ।
গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ হাসান আল মামুন বলেন, ফুলেল শুভেচ্ছা পেয়ে আমরা সদস্যরা আনন্দিত। সোমবার থেকে আমাদের থানার কার্যক্রম চালু হয়েছে। বিভিন্ন সেবা প্রত্যাশিরা থানায় আসছেন, আমরা তাদের সেবা প্রদান করছি। পুলিশ জনগণের বন্ধু হিসেবে সব সময় পাশে রয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন