ময়মনসিংহের গৌরীপুরে নারীদের মাঝে প্রধানমন্ত্রীর শারদীয় উপহার প্রদান

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসাবে ময়মনসিংহের গৌরীপুরের হিন্দু সম্প্রদায়ের ১৫০০ অসহায় দুস্থ নারীকে প্রদান করা হয়েছে নতুন শাড়ি ও নগদ অর্থ।

বুধবার (১৮ অক্টোবর) দুপুরে উপজেলার আরএমজি ইন্টারন্যাশনাল এগ্রোর কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে দুস্থ ও অসহায় নারীদের উপহার বিতরণ করা হয়।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোমনাথ সাহা প্রধান অতিথি থেকে প্রধানমন্ত্রীর পক্ষে উপহারগুলো অসহায় ও দুস্থ নারীদের মাঝে বিতরণ করেন। অপ্রত্যাশিত ভাবে উপহার পেয়ে হাসি ফুটে উঠে নারীদের মুখে।

উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি নাজিমুল ইসলাম শুভর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সদস্য রাবেয়া ইসলাম ডলি, সাবেক উপজেলা চেয়ারম্যান আলী আহাম্মদ খান পাঠান সেলভী, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বীরমুক্তিযোদ্ধা রতন চন্দ্র সরকার।

সাধারণ সম্পাদক শ্যামল কর, পৌর কাউন্সিলর মাসুদ মিয়া রতন, ডৌহাখলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজিম উদ্দিন, সহনাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রুহিদাস আচার্য্য, সাবেক ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন, গোবিন্দ জিউড় মন্দির কমিটির সাধারণ সম্পাদক স্বপন এষ প্রমুখ।
এ সময় অন্যান্য দলীয় ও বিভিন্ন সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিল।